ভালোবাসা

-মোঃ হাবিবুর রহমান

⇔⇔⇔⇔⇔⇔⇔

ভালোবাসা গভীর হলে

মন চলে যায় অস্তাচলে

পুষ্প ফোটে বাগে,

সখাসখির হৃদয় মনে

জোনাক জ্বলে ক্ষণে ক্ষণে

মোহিত প্রেম রাগে।

প্রেম যদি হয় মুক্ত খাসা

হৃদ মাঝারে বাঁধে বাসা

স্বর্গ গড়ে মনে,

দুই হৃদয়ে মিলন ঘটে

শান্তি খুঁজে প্রেমের তটে

হারিয়ে যায় বনে।

ভালোবাসা ভাব বিণিময়

দু:খ জ্বালা শান্তি যে রয়

কবি হাবিব বলে,

মন মিশালে মনের সনে

সুখের বাতি দুখের বনে

নিভু নিভু জ্বলে।

ভালোবাসা এমন আগুন

পুড়ে হয় তা রঙিন ফাগুন

ধিকি ধিকি জ্বলে,

সুখ স্বপনে শুধুই ভাসে

কখন কাঁদে কখন হাসে

বুঝে ব্যর্থ হলে।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

১৯৬১ সনের ২৫ অক্টোবর মাদারীপুর জেলার সদর উপজেলাস্থ কুমড়াখালী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে কবি মোঃ হাবিবুর রহমানের জন্ম। বেড়ে ওঠা তাঁর গ্রামের বাড়িতেই। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেছেন নিজ এলাকা শিক্ষা প্রতিষ্ঠানে এবং এইচএসসি, দর্শন শাস্ত্রে বিএ (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী ঢাকাতে। জগৎসেরা বেসরকারী সংস্থা ব্র্যাকে র শিক্ষা কর্মসূচিতে চাকরী করেছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত। একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জনক। ছোটবেলা থেকেই লেখা-লেখীর প্রতি তাঁর আগ্রহ ছিল। তবে করোনার সুবাদে পুনরায় লেখায় ফিরে আসেন। এ পর্যন্ত তিনি প্রায় পাঁচ শত কবিতা লিখেছেন। গল্প-উপন্যাস লেখার চেষ্টা করছেন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*