কল্পনা ও বাস্তব
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈
কল্পনা আর বাস্তব কখনো হয় না এক,
বাস্তবতায় ধরেছে ঘুণ ঘড়ির কাঁটা গেছে গেছে থমকে।
ভালোবাসায় ছন্নছাড়া কল্পনাতে দেখায় আশা,
বাস্তবতা করেছে গ্রাস কল্পনাতে জীবন্ত লাশ।
কল্পনা করি জীবন গঠন কাদের বলবো সেটা,
বাস্তবের কালো রূপ শিক্ষা লাভের স্বপ্ন।
বাস্তবে রূপ নেয় না ধরণ,কল্পনাতে আসে কত ভাবনা,
বাস্তবে ভাবনা গুলো হতেই সব উল্টো পাল্টা রূপ নেয়।
বাস্তবে যা ঘটে কল্পনার অতীত,
সেই রূপে পারে না কল্পনা করতে।
তাই কল্পনার জগৎ সম্পূর্ণ আলাদা,
বাস্তব যে রয়ে যায় বাস্তব গতিধারায়।
কল্পনা দেখায় আশা জীবন গঠনে,
বাস্তব জীবনে সেই আশা ব্যর্থ রূপে।
বাস্তবতায় চোখের পাতায় আনে যে নিরাশা,
কল্পনায় চোখ বন্ধ করে নেই সেই আশা।
শিক্ষা লাভের স্বপ্নগুলো মিথ্যে চাপাতেই থেকে যায় ,
চলছে সব মুহূর্তগুলো বাস্তবে অসহায়দের চিরবিদায়।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।বিভিন্ন রাজ্য খেলাতে ও যোগদান করেছি।পি.আই চাকরীতে সুযোগ পেয়ে ও সুযোগ হারিয়েছি।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী নিয়ে মহিলা মহাবিদ্যালয়ে পার্টটাইম লেকচারার হিসেবে যোগদান করি।
১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।
https://kobitarpata.com/self-written-poem-in-bangla/article/6000/