নারী তুমি
-আশীষ খীসা
∼∼∼∼∼∼∼∼∼
নারী তুমি এত বেশি দুশ্চিন্তা করোনা
এই ধরায় তুমি এত কম কিসের,
তুমিও নরের প্রায় কাছাকাছি
তুমি নও অবহেলিত,তুমি গৌরবের।
তুমি সুন্দরী,তুমি অনেক গুণের অধিকারী,
তোমার হাসি সুন্দর,তুমি সুহাসিনী,
তোমার গলার কণ্ঠস্বর সুরেলা,
তুমি কোকিল কণ্ঠের অধিকারী।
তুমি আকর্ষণীয়,তুমি কোমল মনের অধিকারী,
তুমি সুশ্রী,তুমি অতুলনীয় নারী,
তুমি তো পরিধান করতে জানো
অন্ততঃবারো-তেরো হাত শাড়ি।
তুমি অমায়িক,তুমি অনেক গুণে গুণান্বিত,
তুমি বহুরূপী,বৈচিত্র্যময় তোমার আচরণিক,
সুন্দর তোমার কায়িক,মানসিক ও বাচনিক;
তুমি হতে জানো আন্তরিক ও সামাজিক।
তুমি দেখাতে জানো দয়া,মায়া,মমতা,
স্নেহ,প্রেম,প্রীতি,রাগ,মোহ,ভালোবাসা,
তুমি হতে জানো অভিমানী,বাগ্মি,তার্কিক,
তোমার আছে কত স্বপ্ন,আশা ও ভরসা।
তুমি হতে জানো মিতব্যয়ী,বিলাসী,
তুমি হতে জানো রগচটা,মেজাজী,উদার,
তুমি হতে জানো বেপরোয়া,দূদান্ত,সাদাসিধা,
তুমি হতে জানো প্রতিবাদী ও সোচ্চার।
তুমি হতে জানো সহজ-সরল,শান্ত রমণী।
তুমি হতে জানো চালাক,অত্যাচারী।
তুমি হতে জানো ছলনাময়ী,আবেদনময়ী,
তুমি হতে জানো বলিষ্ঠ কণ্ঠের অধিকারী,
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্ম- রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রাম-তুলাবান,ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি,জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।
তাঁর একক কাব্যগ্রন্থ ২টি।একক কাব্যগ্রন্থগুলো হলোঃ১।কবিতায় কবির দর্শন ও ২।কাব্য দর্পণ। তাঁর যৌথ কাব্যগ্রন্থ ২০টি।
তিনি একাধারে কবি,সাহিত্যিক,ছড়াকার,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন,ম্যাগাজিন ও পত্রিকার সাথে জড়িত আছেন। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য এ যাবত প্রায় চার হাজার সম্মাননা সনদ পান।উল্লেখ্য যে,তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পিচ এ্যাওয়ার্ড-২০২৩ ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য নেতাজী সুবাষ চন্দ্র বসু পিচ এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা পদক পান।