নিটুল প্রেম
-বিপ্লব শামীম
∼∼∼∼∼∼∼∼
কি অসাধারণ আস্থা
সুখের বিনিময়ে মন,
নাকি প্রেমের জলে ডুবে
স্বেচ্ছায় আত্মসমর্পণ!
একগুচ্ছ ফুল
সাথে মায়াবী চোখের চাহন,
মন আমার যায় উড়ে যায়
শুনে মিষ্টি আদুরে কথন!
এক পলক দৃষ্টি
তাতেই মনের লুণ্ঠন,
ঝড়ে হৃদয়ের বৃষ্টি
বাঁধে নব্য আবেগি বন্ধন!
এতো এতো মায়া
এ যে কাম্যতায় হৃদয় হরন!
দুঃখ, কষ্ট সব উবে যায়
যেন স্বর্গীয় এক ভুবন!
প্রিয় থেকে প্রিয়তমা
প্রেম থেকে জীবনের বাঁধন,
কেটে যায় বছর, কেটে যায় যুগ
থেকে যায় বন্ধন আমরণ!
এতো এতো পথ
মাঝে সুখ, দুঃখকে বরণ,
পরাক্রম ভালোবাসার টানে
অটুট, নিটুল প্রেমের এই বন্ধন!
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।