ছন্দ যখন হারিয়ে যায়
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞
কবিতা বা গানের ভেলা
ছন্দ সেথা সারাবেলা,
ছন্দ আছে শিল্পকলায়
ছন্দ আছে চলায় বলায়।
ছন্দ আছে প্রাণের মাঝে
ছন্দ ছাড়া সব হয় বাজে
ছন্দ থাকে কাজে-কর্মে
ছন্দ ছাড়া মন যায় দুমড়ে।
সব কাজে তাই ছন্দের দরকার
ছন্দ ছাড়া সব কাজ বেকার ,
ছন্দ থাকলে সব সুখকর
মনে শান্তি থাকে সবার।
কিন্তু দেখি কাজের মাথায়
ক্ষমতাধর খুব যে লাফায়,
ভালো করতে এগিয়ে যায়
কিন্তু সেটা বিফল হয়।
ছন্দ বড্ড স্বাধীনচেতা
সে চায় না কেউ খাক তার মাথা,
কিন্তু এখন ঘটছে সেটাই
পালিয়ে যায় তাই ছন্দ ভাই।
ছন্দ এখন বড্ড চাপে
সে আর এখন টেকে না যে,
তাই তো এখন বেসুরো সব
চারিদিকে ক্ষমতার রব।
ছন্দ সত্যি যাচ্ছে ফটকে
শক্তি তাকে দিচ্ছে মটকে,
কর্ম যাচ্ছে রসাতলে
এটা এখন সবাই বলে।
গায়ের জোরে ছন্দ আনা
হবেনা তা বলছি সোনা,
শুধু হবে সবই পণ্ড
বললাম কি ভাই কথা মন্দ?
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।