মাহে রমজান
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼
মাহে রমজান আসে হৃদ্যতা বাড়ায় মনেরও ঘরে,
পবিত্রতা ছড়িয়ে দেয় সেই, এই হৃদয়ে থরে থরে।
ইসলাম শান্তির ধর্ম এই হৃদয় মনে পবিত্রতা অবিরাম,
সেই পবিত্রতা ছড়িয়ে যায় ভুবনে সুন্দর এই ধরাধাম।
রমজানের এ ফুল বাগানে বাতাস বহে হাজার সুন্দরে,
রমজানের পবিত্রতা বিরাজও করে হাজারও অন্তরে।
রোজার মহিমা, সমুদ্রের চেয়েও গভীর সুন্দর সাবলীল,
অন্তরে বাহিরে ওই আকাশে ছড়িয়ে যায় একরাশ নীল।
মহিমান্বিত মাহে রমজান, সীমাহীন তব কল্যাণ,
অনন্ত সেই কল্যাণ, যেন মনে অফুরন্ত স্বর্গদান।
রমজানের ছায়াতলে জুড়িয়ে যায় মোহমুগ্ধ প্রাণ,
জীবনের স্রোতে পবিত্র কল্যাণ ছড়িয়ে দেয় ঘ্রাণ।
একাগ্র অন্তরে রমজানের মহিমা মনকে করে শীতল,
ভুল ত্রুটি ক্ষমা হয়ে যাক, ছড়িয়ে দিক ঘ্রাণে শতদল।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
পাইকগাছা, খুলনা, বাংলাদেশ।