বেলা শেষের দিনগুলি

-সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

বেলা শেষের গান শুনিয়ে কাঁদে সকল মন প্রাণ,

তসবি হাতে মুখে মুখে জপি এক আল্লাহর নাম।

হেলা ফেলায় গেছে সময়, ঘনিয়ে এসেছে কাল,

ক্ষমা চাহি মুক্তি চাহি, চাহি সুস্থতাও সমান্তরাল।

বেশ পোশাক সাদা দাঁড়ি সাদা পাজামা পাঞ্জাবি,

কৈশোর যৌবন বেয়ে আজ যে ফেরেশতা দাবি।

সারা জীবন সত্য মিথ্যায় করে অনাচার দুর্নীতি,

জীবন সায়াহ্নে করে শোধন জীবনের মূলনীতি।

অনুতপ্ত হয়ে বোঝায় অপরকে অন্তর শুদ্ধ কর,

সত্য কথন বলে সৎপথে চলে সৎকর্ম করে মর।

মৃত্যুকে স্মরে শেষবিচার স্মরে পাকা ঈমানদার,

ছাড়েনি তখনো লোক ঠকানো পৃথ্বীর কারবার।

কৈশোর যৌবনের কর্ম লীলায় অনুতপ্ত কোথাও,

কারো মনে পড়ে, কারো পড়ছে না মনে এখনও।

জীবনের হিসেব কষে কাঁদে মন পাপ পুণ্য স্মরে,

তাও ভাল ওদের চেয়ে, যারা পড়ে এখনো ঝরে।

হিসাব মিলাতে চায় মিলাতে পারে না,সময় নাই,

মরণের কথা স্মরণে ব্যথা অনুভব করি সর্বদাই।

তাবলীগ যায় খুৎবা শোনে মনোযোগ সহকারে,

শোনে ওয়াজমাহফিল দ্বীনের পুঁজির দরকারে।

নাতি নাতনির হাত ধরে তিন পায় ঘুরে চরাচরে,

নানা রোগে জরাজীর্ণ শরীরে প্রতীক্ষিত প্রহরে।

কাটে তন্দ্রাহারা বেলা শেষের দিনগুলি ভাবিয়ে,

পূর্ণ অপূর্ণ কর্ম শেষে অর্জিত পুণ্য খুঁজি হৃদয়ে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা ও বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*