ইতিবাচক/বিরহের শেষে
-বিনয় জানা
∞∞∞∞∞∞∞∞
এক অস্থির সময় চলছে
চারদিকে অশান্তির অন্ধকার
কেউ শান্তিতে নেই !
মানুষ কি চায় সেটাই জানে না
আরো আরো চাই করে করে
সর্বত্র বিষ ঢেলে দিচ্ছে!
বন্ধুত্বে বিষ! আশায় বিষ!
প্রেমে বিষ! ভরসায় বিষ!
মিলনে বিষ! বিরহে…
বাতাসে মারণ বিষ! খাদ্যে বিষ,
বিশ্বাস মারা গেছে বিষক্রিয়ায়!
এখন বেঁচে থাকাই দুর্বিষহ!
সবাই বলছে ইতিবাচক হও,
অথচ পছন্দ করে বিরহের গান!
এ আবার কেমন ইতিবাচক কথা!
আচ্ছা, বিরহ কি ইতিবাচক শব্দ?
হয়তো তাই হবে! কারণ-
দীর্ঘ বিরহের শেষে…
∞∞∞∞∞∞∞∞
পরিচিতি:
নাম: বিনয় জানা ঠিকানা: গ্রাম: বড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বরদহ জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পিন: ৭২১৬৫৪ পশ্চিমবঙ্গ, ভারত। এনটিপিসি-তে কর্মরত ছিলাম। বর্তমানে অবসরপ্রাপ্ত গৃহবাসি। বাংলা সাহিত্যের একজন পাঠক। বিশেষত কবিতার পাঠক।