জীবন নামের রেল গাড়িটা

-মোহাম্মদ হোসেন

⇔⇔⇔⇔⇔⇔⇔

জীবন নামের রেল গাড়িটা ছুটছে প্রতিদিন

প্রতিটি প্লাটফরমেই চলে যাত্রী উঠা নামা

তাড়াহুড়ো ব্যস্ততা হৈ-হুল্লোড় নিত্য

প্রতিদিন একই রকম চিত্র এইটাই বড় বিচিত্র।

এই ট্রেনের যাত্রী সবাই কেউ রাখে না

কে কোথায় যাবে নামার কোন খবর।

জীবনের মতো ট্রেনটাও গড়িয়ে চলেছে

জীবনে মানুষ বিরামহীন ভাবে দৌড়াচ্ছে।

জীবন চলে যায় নতন জীবনের পথ খুলে

যখন যারাই আসে তুলে ধরে নিজকে মেলে

কোনো টিকেট লাগে না জীবনের এই রেলে।

একটুখানি ভুল করলে মাশুল তার বহু গুণে

জীবনের সাথে পেরে উঠছেনা মানুষ কোনক্রমে

কে কোথায় চলে যায় পথ হারিয়ে ভুলে

ট্রেনটা চলে রাত দিন মানুষের বুকের উপর।

ট্রেনটা চলে প্রতিদিন চালক বিহীন

গন্তব্যে চলে যায় সময়ের আগে কিংবা পরে

যদিও এ ট্রেনের যাত্রী সবাই তবু যেন

একেক জনের হাহাকার একেক রকম।

কারো বুকের ব্যথা কেউ বুঝে না কোন সময়।

কেউ কোনো জানতে চায়না সবাই যার যার মতো

সময় চলে যায় মানুষ ও চলে যায় নীরবে

এ পর্যন্ত কতো গেলো কত এলো হিসাব নেই ঠিকঠাক মতো

জীবন নামের ট্রেনটা ছুটে চলে সামনে

ফিরে আসে না কখনো একবার পিছনে

জীবন এভাবেই চলছে ছন্দ আনন্দ গানে গানে।

যার যখন চলে যারার সময় হয় সে চলে যায়

এ নিয়ে হয়নি কোনো টু শব্দ আজ অব্দী।

মায়ার পৃথিবী আকরে থাকার ইচ্ছা মানুষের প্রবল

তবু চলে যেতে হবে রোল কলের সময় হলে।

⇔⇔⇔⇔⇔⇔⇔

লেখক পরিচিতি-

মোহাম্মদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্য বাহী গ্রাম কনিকাড়ায় জন্ম গ্রহন করেন। বাংলা সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ। তিনি কবি ঔপন্যাসিক ও ছড়াকার। আঁধারে জোনাকিারা তার জনপ্রিয় উপন্যাস। ফুলমতি, মায়া কান্না বিরুপ বসন্ত তার উপন্যাস। সনয়টা বড় দুঃসহ ঠেকছে কবিতার বই। ক্যাডার কবিতার বই। একদিনের অসমাপ্ত গল্প তার একটি বহুল আলোচিত বই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে একটি তথ্য ও উপাত্ত নিয়ে একটি ঐতিহাসিক বই রচনা করেন। মৃত্তিকা থেকে আকাশ, ছোঁয়েছে যে নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একজন দক্ষ সংগঠক-সভাপতি, উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। উপদেষ্টা ঃ ঢাকা সাহিত্য পরিষদ। উপদেষ্টা ঃ মৃত্তিকা বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*