নজরুল স্মরণে
-অমরনাথ ঘোষাল
∞∞∞∞∞∞∞∞
ভাষার সৃজন, মনো রঞ্জন,
মাতৃভাষা হৃদয়ে গাঁথা,
বঙ্গ মাতার , বেদনা সবার,
বাংলায় বোঝে বঙ্গ ব্যথা।
রণতরী বাঁধে, রণজয় সাধে,
রণবীর বাজাও, রণ দামামা,
জ্ঞানপ্রদীপে, জ্ঞানালোক দীপে,
লুটায়ে পড়েছে হীন তর্জমা।
সাধনা সাধ্যে, নিজের মধ্যে,
নজরুল আছে সবার স্মরণে,
বিকশিত মন, করে আলাপন,
জীবন ধারণে অথবা মরণে!
নাহি ভেদাভেদ, আত্মা অভেদ,
প্রাণাপানে যিনি সমাদৃত,
ললাটেই স্থান, তিনি ভগবান,
জয়শ্রী তে তিনিই দীপ্ত!
আত্মার ভাবে, নিজ স্বভাবে,
আত্মা তিনি অবিনশ্বর,
মনে প্রস্তুতি, সুর অনুভূতি,
আত্মা দেহের অধীশ্বর!
বিদ্রোহী মান, গণ সংগ্রাম,
সাম্যের গান চাহে সমাধান,
স্মরণীয় কালে, মরণের কালে,
সদা স্বীকৃত তাঁর অবদান।
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি – প্রাক্তন প্রধানশিক্ষক, মেদগাছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বৃদ্ধপাড়া জনকল্যাণ বিদ্যাপীঠ, কালনা, পূর্ব বর্ধমান!