জন্মভূমি গর্ব আমার

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈≈

জননী জন্মভূমি গর্ব আমার

তাই চাই না হতে দেশান্তর ,

তার কোলেতেই যথেচ্ছ সুখ

তাকে ভুলতে চাওয়াই অবান্তর ।

নয়ন মেলে দেখেছি যার

অগনিত স্বপ্নমধুর সুখের মায়া ,

বুকের ভেতর রেখেছি তার

সুললিত ভালো লাগার কাজল ছায়া ।

প্রথম যেদিন ভূমিষ্ট হয়েই

অঙ্গে মেখেছি তার পবিত্র ধুলি ,

এক পা দু’পায় লভেছি যে পরম প্রাপ্তি

এ জীবনে তারে কেমনে ভুলি !

তার বুকেতে ঠেকিয়ে মাথা

পরাণ আমার পেলো যে পূর্ণতা ,

জনম আমার হয়েছে সফল

ভুলি কি করে তার সুমন্দ প্লেবতা !

হৃদয় জুড়ে রয়েছে যার

জন্মান্তরের যথেচ্ছ ঋণ ,

আমি যে তার শুধিতে দেনা

কখনো একটুখানি হব না ক্ষীন ।

জন্ম আমার তার’ই কোলে

মরণেও যেন হয় তার কোলে ঠাঁই ,

অনেক ভেবে ঠার বুঝেছি !

ওই আঁতুর ঘরটার তুলনা নাই ।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি :-

নাম পীতবাস মণ্ডল , গ্ৰা:+পোঃ – যোগেশ গঞ্জ । উঃ ২৪ পরগনা । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*