প্রার্থিত বৃষ্টি
-মোঃ হাবিবুর রহমান
∼∼∼∼∼∼∼∼∼∼∼
গোধুলীর প্রান্তে আসে স্বপনের বৃষ্টি
ফাগুনের দিন শেষ চৈত্রে তাই দৃষ্টি।
মাঠ-ঘাট মরুভূমি ফাটিয়া চৌচির
ফুলের সুবাস টুটে বায়ু বহে ধীর।
বসন্তের অবসানে চৈত্র আসে ঘরে
দহন মিলন মেলা যেন প্রাণী মরে।
চাই জল মেঘবারি আকাশেতে চাহি
বৃষ্টি হয়ে ঝরো মন করে ত্রাহি ত্রাহি।
ঊষার রবির আলো শুধায় আভাস
মেঘেদের ঘনঘটা ঢাকিল আকাশ।
প্রকৃতির প্রতিদানে ব্যাকুলিত ধরা
এক পসলা বৃষ্টিতে কাটিল যে খরা।
এ যে মোর স্বর্গ সুখ শান্তির নহর
পুষ্পাবগাহনে আজ নাশিল প্রহর।
তরুছায়ে মৃদুবায়ে বহিছে পবন
পাখির কুজন তায় শীতল শ্রবন।
কৃতজ্ঞ হৃদয়ে যাচি মায়াবী প্রকৃতি
ক্ষরা-বৃষ্টি অনুক্ষণ চাই যে স্বীকৃতি।
জ্বরামুক্ত ক্ষুধামুক্ত আবাসন চাই
নিখীল ধরাতে যেন সুখ সুধা পাই।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
১৯৬১ সনের ২৫ অক্টোবর মাদারীপুর জেলার সদর উপজেলাস্থ কুমড়াখালী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে কবি মোঃ হাবিবুর রহমানের জন্ম। বেড়ে ওঠা তাঁর গ্রামের বাড়িতেই। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেছেন নিজ এলাকা শিক্ষা প্রতিষ্ঠানে এবং এইচএসসি, দর্শন শাস্ত্রে বিএ (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী ঢাকাতে। জগৎসেরা বেসরকারী সংস্থা ব্র্যাকে র শিক্ষা কর্মসূচিতে চাকরী করেছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত। একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জনক। ছোটবেলা থেকেই লেখা-লেখীর প্রতি তাঁর আগ্রহ ছিল। তবে করোনার সুবাদে পুনরায় লেখায় ফিরে আসেন। এ পর্যন্ত তিনি প্রায় পাঁচ শত কবিতা লিখেছেন। গল্প-উপন্যাস লেখার চেষ্টা করছেন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।
খুব সুন্দর এবং সমসাময়িক একটি কবিতা। শুভ কামনা রইল বন্ধুবর ! 🌸🎉