তমসার দোল

-আফ্রূজা খাতুন

∼∼∼∼∼∼∼∼

আঁধার সরাতে গিয়ে আলোর আশায়

তমস সুনামি বুঝি আবার ভাসায়!

কুল হারা জাহাজের দিশাহীন ঢেউ,

সজোরে ধাক্কা বুকে দেখে নাতো কেউ।

ঢেউ জাগে ঢেউ ভাঙে তরঙ্গ দোল

জীবন জাগিছে ঘেঁষে মরণের কোল।

ব্যর্থ বোধের দল সারি বেঁধে গোল

বাজিছে দূরের পথে শেষের মাদল!

একা কুলে কুলহারা আঁধার ঘনায়

জীবনের চৌকাঠে বাঁচার কি দায়!

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

আফ্রূজা খাতুন, নিবাস পশ্চিমবঙ্গের দঃ২৪পরগনার, ডায়মন্ড হারবার শহরে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA B ED বর্তমানে এক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতা। কলকাতার বইমেলা থেকে দুটি একক কবিতা সংকলন প্রকাশিত হয়েছে। এছাড়া প্রায় শতাধিক যৌথ সংকলনে লেখা প্রকাশিত হয়েছে ,ছোটোবেলা থেকে আবৃত্তির প্রতি ভালোবাসা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*