সৃষ্টি কল্লোলে ইলা
-শ্রী স্বপন কুমার দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔
আজি ফাগুনে চম্পক কাননে
দক্ষিণা সমীরণ বায়,
আহা! কি সুন্দর সুগন্ধি ঘ্রাণে
গুনগুন গুঞ্জন গায়।
অলির সাথে প্রজাপতি ডানা
ফুলবনের ফুলে ফুলে,
নবীনে ডাকে ইলার আঙ্গিনা
নব নব সৃষ্টি কল্লোলে।
বসুন্ধরা হাসে সৃষ্টি উল্লাসে
মধুমাস আগমন ক্ষণে,
কৃষ্ণচূড়া রঙ শিমুল পলাশে
লাল হলুদ পল্লব সনে।
কোকিল কোকিলা মগডালেতে
কুহু কুহু ডাকছে সুরে,
সাদা বলাকা সারির পাখাতে
নীলাম্বর ছুটে ঐ দুরে।
কুসুম কলি ফুটিল কাননে
ঝরা মহুয়া সিগ্ধ স্নেহে,
আম্রকুঞ্জে গুনগুন গুঞ্জনে
ব্যস্ত মধুপ মধু মোহে।
সাজ-সজ্জায় বকুল মল্লিকা
রাধারাণীর অঙ্গে খেলে,
রাধাচূড়া কৃষ্ণচূড়া চম্পারা
রাধাগোবিন্দ সনে দুলে।
কামিনী কাঞ্চন কদম কলি
অপেক্ষার প্রহর গুনে,
রাইকিশোরী সনে বনমালী
প্রেম পর্ব বাদল দিনে।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস,
পিতামাতা-সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী।
জন্মদিন- ১৬/০৪/১৯৬৩
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ।