অন্ধকারের অধিবাসী
-বিপ্লব শামীম
≈≈≈≈≈≈≈≈≈
আমি এক গপ্পোবাজ
নিজেকে জাহিরেই আমার নেশা,
আমি জানি আমার নিজেকে
ফাঁদে ফেলাই যে আমার পেশা!
নিজেকে ফুলিয়ে বেশ মজা পাই
অপদস্থে আমি ভীষণ পটু,
গাল গল্পে আমার জুড়ি নেই
কথা সবই যে আমার কটু!
রক্তে আমার দাম্ভিকতা
কারো বিপদে করি উল্লাস,
চোখ আমার খুঁজে বেড়ায়
কোথায়, কার হয়েছে সর্বনাশ!
তাচ্ছিল্য করা আমার অভ্যাস
নাটক সাজিয়ে করি অসম্মান,
সতীত্বহানি করে দেখাই দাপট
ধুলিস্যাৎ করি মান সম্মান!
কালিমা লেপনে সিদ্ধ হস্ত
চরিত্র হননে করি নকশা,
মিথ্যা অপবাদে করি ধরাশায়ী
অন্ধকার জগতই আমার ভরসা!
জানি, আমি ঘৃণার পাত্র
সাহস নেই তা কারো বলবার,
সমাজ যদি না হয় প্রতিবাদী
কে আছে আমাকে রোখবার?
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ-