নারী

-অভিজিৎ দত্ত

≈≈≈≈≈≈≈≈≈

আমি নারী

সব পারি

তবে মানুষরূপী পশুদের কাছে

কেন আমরা হারি?

দেখোনি মা দুর্গার দানবদলনীরূপ

পড়োনি দশভুজা হয়ে উঠার কাহিনী

তবে কেন নিজেকে ভাবো অসহায় ?

চাই শুধু আত্মবিশ্বাসী ও নির্ভীক হওয়া

দেখবে কখন যেন বদলে গেছে পৃথিবী টা।

নারী তোমাকে শ্রদ্ধা করি

তোমার থেকেই সৃষ্টি সকলেরি

তোমাকে যারা করে হেয়,অমর্যদা

বৃথা তাদের জন্ম নেওয়া ।

যেখানে তুমি পেয়েছো সম্মান আর শ্রদ্ধা

সেই সমাজের হয়েছে অগ্রগতি

পেয়েছে সকলের ই প্রশংসা।

তবে আর দেরী কেন নারী?

এখনই উঠে দাঁড়াও

সব বাধা ,বিপদকে হারিয়ে

পৃথিবী কে বদলাও ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

অভিজিৎ দত্ত, শিক্ষক, সাংবাদিক, লেখক। স্কুল জীবন থেকেই লেখালেখির সূত্রপাত। একাধিক পত্র, পত্রিকা ,ম্যাগাজিন ও যৌথ সংকলনে লেখা বেরিয়েছে।লেখালেখির জন্য প্রচুর পুরস্কার ও শংসাপত্র পেয়েছেন ও পাচ্ছেন। ভারত-বাংলাদেশের যৌথ কবিদের নিয়ে সংকলনে ৫টি কাব্যগ্রন্থে লেখা বেরিয়েছে।একক সংকলন(কবিতার) ৭টি ও ১টি প্রবন্ধ সংকলন বেরিয়েছে।ইংরেজী প্রবন্ধ সংকলন Awakening এ বছর কোলকাতা বইমেলা থেকে বেরিয়েছে।অফ লাইন অথবা অনলাইন দুভাবেই তার বইগুলো উপলদ্ধ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*