যে প্রেম’গুলো নদীর মত বয়ে গেছে

-অভিজিৎ হালদার

⇔⇔⇔⇔⇔⇔⇔

যে প্রেম’গুলো নদীর মত বয়ে গেছে

সে প্রেম প্রেম নয়।

যে প্রেম ভাঁটার টান বোঝে না

সে প্রেম প্রেম নয়।

যে প্রেম অভিনয় বোঝে না

সে প্রেম প্রেম নয়।

যে প্রেম ভালোবাসতে পারে না মানুষকে

সে প্রেম প্রেম নয় ।

যে প্রেম অজুহাতের কথা শোনে

সে প্রেম প্রেম নয়।

যে প্রেম’গুলো নদীর মত বয়ে গেছে

সে প্রেম প্রেম নয়।

সব প্রেম ভালোবাসতে পারে না মানুষকে

কিছু প্রেম অবহেলা বঞ্চনা বিরহ বিষাদে বেড়ে ওঠে

সে প্রেম ভাঁটার টানে শুকিয়ে খান খান হয়।

এই প্রেম মানুষকে বাঁচতে শেখায় আবার

এই প্রেম মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়

তাই প্রেম দুই প্রকার — যথা

জন্ম প্রেম আর

মৃত্যু প্রেম।

যে প্রেম’গুলো নদীর মত বয়ে গেছে

সে প্রেম প্রেম নয়।

হৃদয়ে প্রেম অবগাহনে প্রেম

অভাবে প্রেম অপমানে প্রেম

সব প্রেমই নিজের অর্থে বারবাড়ন্ত।

যে প্রেম ব্যগ্রতা পায়

সে প্রেম নদীর মত বয়ে চলে

যে প্রেম তুচ্ছতা পায়

সে প্রেম দীর্ঘ হয়ে জ্বলে পুড়ে ছাই হয়

তাই প্রেম এক ও অভিন্ন হয়ে রয়।

যে প্রেম’গুলো নদীর মত বয়ে গেছে

সে প্রেম প্রেম নয়।

সব প্রেম‌‌‌ ধীরে ধীরে সরে যায় দূর-দূরান্তে

সব প্রেম‌‌‌ একদিন জন্ম মৃত্যুকে ছেড়ে দেয়

এই প্রেম জন্মকে হাসায় আবার মৃত্যুকে কাঁদায়

তাই প্রেম দীর্ঘস্থায়ী হয়েও একদিন শূন্যস্থায়ী হয়।।

⇔⇔⇔⇔⇔⇔⇔

লেখক পরিচিতি:-

জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*