ভালোবাসার নক্সীগাথা
-বিজয়া মিশ্র
♥♥♥♥♥♥♥♥♥♥♥
নির্মল প্রেম যেন সে ঝর্ণাধারা
প্রাঞ্জল গতি প্রবাহে আপ্লুত করে
নিত্য দিনের চলমানতায় ভাস্বর
তার সবই সুন্দর জীবনের প্রান্তরে।
দুটি হৃদয়ের নিভৃতচারী সে অনুভব
অন্য সবার ধরাছোঁয়ার বাইরে
রঙের আবহ আজীবন থাকে জড়িয়ে
মালিন্য ভুলে নক্সীকাঁথার চাদরে।
ভালোবাসা যেন নীরব স্রোতস্বিনী
রোজ রঙমিলান্তি জীবনের উৎসবে
রঙবাহারী ইচ্ছে ডানার গল্পে
রঙ বে রঙের কায়া ভরা অনুভবে।
হৃদয়ের রঙ যেখানে বিচ্ছুরিত
সেখানে সকল আবহ বড়ো সুন্দর
এতটুকু তার বিলিয়ে দিতে পারলেই
বিশ্ব তখন হয় ওঠে নিজ ঘর।
নির্মল যদি হয় কারো ভালোবাসা
দ্বেষ লেশহীন সে যে বৃহতের আধার
ভাঙনের কোন অনুপ্রবেশ থাকে না
জগতের বিষ হবেই হবে সংহার।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।