নারী সংসার মাঝে তাজ
-রানা জামান
∞∞∞∞∞∞∞
নারী তুমি অপার বিস্ময়
সংসার মাঝে তাজ,
যে রমণীর করে বদনাম
পড়ুক মাথায় বাজ।
তুমি নরের নিত্য সঙ্গী
জীবন-নৌকার হাল,
নারী জুগায় নরের শক্তি
আপৎকালের ঢাল।
নারী তোমার আসল গয়না
জানি সবাই নর,
উভয় মনের ঠিক মিশ্রনে
গড়ে উত্তম ঘর।
নরের পাশে চলবে নারী
সামনে যাবে দেশ,
দোঁহের মাঝে থাকলে বিভেদ
নিশ্চিত সকল শেষ।
আবার কোনো ট্রয় নগরী
চাই না ধ্বংস হোক,
নতুন কোনো বিনাশ নিয়ে
করতে চাই না শোক।
∞∞∞∞∞∞∞
পরিচিতি:
১।লেখক নাম: রানা জামান
২। প্রকৃত নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া
৩। পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত
৪। জন্ম তারিখ: ১৫/০২/১৯৬০
৫। প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯
৬। সম্মাননা/পুরস্কার: ১) ২০২০ খৃস্টাব্দে ত্রৈমাসিক দিগন্ত সাহিত্য পুরস্কার- কবি হিসেবে
২) ২০২১ খৃস্টাব্দে কলকাতার যুথিকা সাহিত্য পত্রিকা কর্তৃক পরমাণু কাব্য সারথি উপাধি প্রদান করা হয়েছে।
৩) ২০২৩ খৃস্টাব্দে দৈনিক বাঙালির কণ্ঠ পুরস্কার-গল্পকার হিসেবে
৪) ২০২৩ খৃস্টাব্দে ভিন্নমাত্রা সম্মাননা-‘একাত্তরের তরুণ মুক্তিযোদ্ধা’ গল্পের বই-এর জন্য
৫) ২০২৩ খৃস্টাব্দে অফিসার্স ক্লাব ঢাকা-লেখক হিসেবে
৬) ২০২৩ খৃস্টাব্দে গাঙচিল সেরা গ্রন্থ পুরস্কার-‘অপু ও মৎস মানব’ উপন্যাসের জন্য