ইচ্ছেগুলো থাকুক ভালো কলমে

-শান্তি দাস

∼∼∼∼∼∼∼∼∼

ইচ্ছে করে, উড়ান নিতে ইচ্ছে ডানায় অচিন দেশে পাড়ি দিতে,

সেইখানে আর কেউ নয় শুধু শুধু আমি রূপকথার দেশে যেতে।

ইচ্ছে করে, নির্জনে নিরালায় বসে মনের কথা বলতে,

ইচ্ছে করে পাহাড় থেকে ঝর্ণা ধারায় তোমার সঙ্গে নাইতে।

ইচ্ছেগুলো থাকুক ভালো দূর আকাশে পাখির মতো মেঘের সাথে মিশতে,

অপরূপ মেঘের সৌন্দর্য এদিকে ওদিকে ছুটে চলা দেখতে।

ইচ্ছে করে সুখ পাখিদের সঙ্গে মিশে ইষ্টিকুটুম বলতে।

টিয়া ময়না পাখির মতো ডানা মেলে মেলে অনেক কথা কইতে।

ইচ্ছে করে পাহাড়ের গায়ে গায়ে মিশে কবিতার জাল বুনতে,

পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে শুধু কবিতার আলপনা আঁকতে।

ইচ্ছেগুলো থাকুক ভালো ডানার উড়িয়ে দিয়ে সমুদ্রের তটে ঘুরতে।

ইচ্ছে করে ভেসে যেতে জলের মাঝে স্রোতে ভাসতে।

ইচ্ছেগুলো থাকুক ভালো মনের মাঝে সুপ্ত হয়ে এদেশ ওদেশ ঘুরে বেড়ায়,

মনের মধ্যে আনন্দ উল্লাস নিয়ে আকাশেই মন হারায়।

মনে হয় মুক্ত আকাশে আনন্দের জোয়ার ভেসে যায়,

আমার ও ইচ্ছে হয় ডানা মেলে পাখির মতো উড়ে বেড়াই।

ইচ্ছে ডানায় ভর করে উড়ে যায় যেখানে সবুজে সবুজ ঘেরা,

আলো আঁধারে জোনাকির মেলা আকশে তারারাই সেরা।

প্রজাপতি আর ফড়িং এর পেছনে পেছনে ছুটে ছুটে যাই,

ইচ্ছেগুলো থাকুক ভালো মনে হয় ছোটবেলাটা ফিরে পাই।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।বিভিন্ন রাজ্য খেলাতে ও যোগদান করেছি।পি.আই চাকরীতে সুযোগ পেয়ে ও সুযোগ হারিয়েছি।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী । ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*