প্রেরণার সাথী

-মীর সেকান্দার আলী

≈≈≈≈≈≈≈≈≈≈

আমি ঘুমিয়ে ছিলাম অঘোরে,

মৃতপ্রায়,

উদাস আত্মা, উদাসিত পথে পথ খোঁজে।

চলতে চলতে ঝড়ো হাওয়া, তোরে তোরা দেয়,

নিয়ে চলে বালুচরে।

দেখি, আমি একা নই, বসে আছে সেথা কবিতার পাতা,

ছায়া দেয়, জল ঢালে, ক্ষুধার রসদ দেয় আমায়।

বেড়ে উঠি, হাটি হাটি পথ চলি,

আত্মা ফিরে আসে, মানুষ হয়ে বাঁচি,

ফুল ফোটে সাহিত্য অলিন্দে।

≈≈≈≈≈≈≈≈≈≈

সংক্ষিপ্ত কবি পরিচিতি:

জন্ম, ১৫-৬-১৯৬৬ ইং, রাজশাহী সদরে। পিতৃকুল, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। মাতৃকুল: ঢাকিজোড়া গ্রাম, শিবালয়, মানিকগঞ্জ। (ঢাকা) বাংলাদেশ। উভয়েই অবিভক্ত বাংলার ব্রিটিশ সাম্রাজ্যের বাসিন্দা। আমার বর্তমান স্থায়ী নিবাস: পেশা চাকুরী, ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া,পৌরসভা, ঠাকুরগাঁও সদর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*