নতুন পরিচয়
-মোঃ হাসানুজ্জামান
≈≈≈≈≈≈≈≈≈≈
চল্লিশে পা রাখলেই-
নারী প্রচন্ড রকম দ্বিধা-দ্বন্দ্বে ভোগে.
তার একটা নাম চাই, পরিচয় চাই,
ঠিক ঠাক একটা স্বীকৃতি চাই।
কিন্তু কি নাম হবে-কি পরিচয় হবে-
সেটা তারা জানে না।
চল্লিশে পা রাখলেই-
নারী হয়ে উঠে রূপে গুণে অনন্যা
অপরূপ রূপের অনিন্দ্য অপ্সরা।
চল্লিশে পা রাখলেই-
নারী হয়ে উঠে পরিপক্ব ফলের মত,
জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনায়
বাস্তব অভিজ্ঞতায় ভরা থাকে
তার ঝুলি।
চল্লিমা চল্লিরমা কিংবা চয়োসী নারী,
যে নামেই ডাকি না কেন তোমায়,
সে নামেই বোঝা যায়,
চল্লিশ পেরিয়ে তুমি পেয়েছো-
সুন্দর মনোরম এই পৃথিবীর মাঝে,
নতুন এক নামের স্বীকৃতি।
নারী তুমি দেবী,তুমি দয়ার ভান্ডার,
তুমি জগৎ জননী-রমণী-উর্বশী
তুমি অনন্ত সাধনার ফল,
নতুন নামের স্বীকৃতি দিয়ে-
বিশ্বের মাঝে দিলাম তোমার
নতুন পরিচয়।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ মোঃ হাসানুজ্জামান
জন্মঃ ১লা মার্চ ১৯৮৪ইং
প্রভাষক ( ভূগোল ও পরিবেশ )
রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ
পোস্টঃ বেরিলা বাড়ি
থানাঃ লালপুর
জেলাঃ নাটোর
বিভাগঃ রাজশাহী।