ফাগুনের কালে
-সত্যজ্যোতি রুদ্র
⇔⇔⇔⇔⇔⇔⇔
ফাগুনে কুসুম কলি ফোটে কুঞ্জবনে,
মনের ফাগুন ঢলি পড়ে মনে মনে।
পলাশ রাঙানো বন শিমুলের সাজ,
বনদেবী সেজে আছে পড়ে শিরে তাজ।
কৃষ্ণচুড়া রাঙে যবে লালে লাল করি,
বসন্ত হাঁটলো তবে রাঙা পথ ধরি।
দখিণা দুয়ারে বহে মৃদুমন্দ বায়,
রবি-শশী-তারা সব হেসে খেলে যায়।
নিশি-রাতে অলি ধায় ফুলকলি খেলে,
নীদ হারা যেন সারা আঁখি দুটি মেলে।
খেয়া তরী ঘাটে বাঁধা উড়ে শঙ্খচিলে,
মাছরাঙা দেয় ঝাঁপ ঝোপে-ঝাড়ে বিলে।
বেনু সাধে বন বীথি তরু লতা নাচে,
কুহু কুহু ডেকে সারা পিক সুরে কাছে।
সাদা সাদা মেঘ রাশি নভ তলে মেশে,
পানকৌড়ি দেয় ডুব নদী জলে ভেসে।
যত দেখি প্রীত হই যেন ছবি আঁকা,
নব নব সাজে যেন নব রূপে ঢাকা।
কত যে ফাগুন আসে আর ফিরে যায়,
মনের ফাগুন যেন করে হায় হায়।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি–
সত্যজ্যোতি রুদ্র (সহ শিক্ষক)
কণ্ঠ শিল্পী, সুরকার ও গীতিকার।
উপজেলা চকোরিয়া,জেলা কক্সবাজার।