কবিতা প্রেয়সী তুমি
-ইন্দিরা দত্ত
♥♥♥♥♥♥♥♥♥♥
নই আমি কবি জানি সে তো সবি
বুঝিনা কবিতা আমি,
তবু লিখে চলি কি করে তা বলি
লিখে যাই দিবা-যামী।
কবিতা দিবসে মনের হরষে
নিরালায় বসে লিখি,
করিয়া যতন কুড়াই রতন
ছন্দ-মাত্রা শিখি।
থেকো মোর পাশে সদা হেসে হেসে
আমাকে ভুলো না যেনো,
দিও ভালোবাসা মনে রয় আশা
এ মিনতি মোর মেনো।
দিয়ে আমি মসি তুমি প্রেম শশী
তোমা আমি সদা স্মরি,
বিদায় বেলায় কবিতা মেলায়
তোমা পদে যেন মরি।
সুখে দুখে ভরা নাহি দাও ধরা
কবিতা প্রেয়সী তুমি,
হচ্ছে সৃজন বুঝছে ক’জন
তব দ্বারে আমি চুমি।
জন্মের দিনে সু কাব্য বিনে
কাঁদছে কবিতা হায়,
ব্যবসা ফাঁদছে কবিতা কাঁদছে
প্রাণ বুঝি তার যায়!!
♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি –
আমি ইন্দিরা দত্ত, গৃহ শিক্ষিকা ও গৃহবধূ। নাচ গান আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। কবিতা ও গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি। তাই বেলা শেষে এসে আমার কলম ধরা। মায়ের নাম- শ্রীমতি বীণাপাণি বিশ্বাস। পিতার নাম – ঈশ্বর শ্রী শ্যামসুন্দর বিশ্বাস স্বামীর নাম- উৎপল দত্ত