স্বপ্ন বিলাস
-ফিরোজ শাহীন আলাল
∞∞∞∞∞∞∞∞∞∞∞
তোমার তৃষিত হৃদয় ফাগুনের
স্বপ্ন বিলাস, বসন্ত বরণ
গোধূলি রঙে ললাটে রংধনু সাজ
আমার হৃদয় চৈত্রের খাঁ খাঁ মাঠ
কালো মেঘের বৃষ্টির অপেক্ষায়
দাঁবানলে পোঁড়ে চাতক মন!
গোলার ধান মজুরদার,দাদন ব্যবসায়ীখায়
বীদ্রানলে চৌচির মনে বিস্ফোরন
এখনই বিদ্রোহী হতে চায় সৃঙ্খলীত জীবন
হৃদয়ে রক্তক্ষরণ দাউদাউ আগুন!
রুদ্র মূর্তি ধারণ সামনে বিস্তৃন্য পাথার
ফুঁসে উঠছে ইচ্ছে করছে
ভুবুক্ষ শিশুর আত্ননাথ নিঃস্পভ প্রান
ফাগুনের বাতাবরণ স্বপ্নবিলাস নিঃপ্রভ মন!
তোমার ইচ্ছে ফিরে যাই
ফাগুন বসন্তের বাতাবরণে
বিবেকের দংশনে নিস্প্রভ এখন
তাইতো ফেরা হচ্ছে না ফেরা হয় না!
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
মুরারীপুর, গাইবান্ধা, বাংলাদেশ।