বিশ্ব কবিতা দিবসে

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

একান্ত সম্পর্কে, সংযোগ করেছি,

কিছু কথা, মনসংযোগ, কলম অস্ত্র

লিখেছি বহু ঘটনা, নিপীড়িত, অত্যাচারিত

পোড়া ঘরে নগ্ন নারী বিবস্ত্র।

নির্মূল করে প্রোমোটার, আঘাত বৃক্ষের মূলে,

হবে বহুতল ফ্ল্যাট, প্রকৃতি আজ নগ্ন

নির্মল স্বচ্ছ কালিতে লিখি ভবিষ্যৎ

বিভিন্ন আঘাতে আহত শরীর ভগ্ন।

হৃদয়ের অতল তল থেকে কবিতা,

আনে শব্দের স্বর্ণখোচিত, মনি মানিক্য,

আগুনে পুড়লে, সোনা হয় খাঁটি,

অলংকারের উপযুক্ত চাকচিক্য।

কেউ যেখানে প্রবেশ করতে পারেনা

কবিতার সেখানে, অবাধ বিচরণ

কবিতাই আনে হৃদয়ের মাঝে

চেতনা, ধিক্কার আর আলোড়ন।

কবি নজরুল, রবিঠাকুর, শরৎচন্দ্র

সাহিত্য আকাশে উজ্জ্বল নক্ষত্র,

তাঁদের স্বরণে রাখি, রচি কবিতা মম,

লেখনীর আঁচড়, ছোট্ট মাত্র।

বেঁধেছি হৃদয় মননে, কবিতার চিন্তন,

রাখতে চাই মৃতপ্রায় সমাজের মান

পাঠক হৃদয়ে, থাকুক, সামান্য প্রচেষ্টা,

পেতে চাই পাঠকের, একটু সম্মান।

কবিতা থাকুক, মোর শয়নে, স্বপনে

জাগরণে, মননে, আত্মায় মুড়ে,

যেমন সুন্দর, সজ্জিত থাকে বসন্তে,

নব কিশলয়, সবুজ বনানী জুড়ে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*