রক্তিম রাগে
-চিত্রা বন্দ্যোপাধ্যায়
∞∞∞∞∞∞∞∞∞∞
পূর্ণিমা সাঁঝে আকাশ মাঝে
চাঁদের গায়ে পড়বে ছায়া,
আবির রঙে নানান ঢঙে
দোলের রঙে রাঙ্গাবো কায়া।
পিয়াসী মন প্রেমের ক্ষণ
রঙের ছোঁয়া লাগুক তনে,
আনন্দ পেতে খুশিতে মেতে
আপ্লুত হবে সকল জনে।
সোহাগ ভরে মাখাবো ওরে
মন আনন্দে করি গান,
দুয়ার খুলে ঘোমটা তুলে
ধরো বধু মধুর তান।
আবির খেলা রঙের মেলা
আয়রে সব দুয়ার খোল,
গুলাল বানে বসন্ত গানে
খুশির হিল্লোলে খেলবো দোল।
রঙিন সাজ নয়নে লাজ
রঙের ডালি নিয়ে হাতে,
মদিরা নেশা আগুন মেশা
সাঁওতালি সব নৃত্যে মাতে।
রঙিন লাগে রক্তিম রাগে
কেউ দিও না বাদ,
মহুয়া বনে আপ্লুত মনে
নিতে ভাঙ্গের অমৃত স্বাদ।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি–
আমি পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরের বাসিন্দা। লিখতে এবং পড়তে ভীষণ ভালোবাসি।