একাকী ছবি আঁকে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈
ধরণীর মনের কথা, হয়তো পাহাড় বোঝে,
তাই বুঝি মনও দিন রাতে কি যেন খোঁজে।
নীরব ওই পাহাড়ের আছে একটা সুন্দর স্নিগ্ধনাম কাজী সেলিনা মমতাজ শেলী অনুভূতি,
আর সুন্দর লাগে,তার গায়ে পড়ে যখন চাঁদের জ্যােতি।
বিলিয়ে দিয়েছে প্রকৃতির মাঝে সৌন্দর্য।
দু’চোখ ভরে দেখে, পাহাড় ধরণীর রাজ্য,
সবার হৃদয় ছুঁয়ে যায় পাহাড়ের লাল নীল আনেক গল্প।
পৃথিবীটা অনেক সুন্দর তবে জীবনের সীমা রেখা অল্প,
কত কষ্ট,হয়তো লুকিয়ে আছে এ অন্তরে।
নীল পাহাড় কষ্টগুলো বলে না তো বাহিরে,
পাহাড়ের ঝর্নাধারা, এ যেন ভালোবাসা এক অনুভবে।
অন্তরে বাহিরে কত কাব্য, এ ভালোবাসা চিরদিন রবে
নীরব পাহাড় তুমি মনেরও রচনা অভিনব।
স্নেহ স্পর্শ তুমি শত সান্ত্বনা রয়েছে যে তব,
তীব্র বাতাসে শ্রাবণ, ঝর্নাধারা তবু পাহাড় সুন্দর থাকে।
মুগ্ধ অন্তরে এ নীরব ভালোবাসায় একাকী ছবি আঁকে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
পাইকগাছা, খুলনা, বাংলাদেশ।