আমার শিশুর জন্য
-হাসান জামান
∞∞∞∞∞∞∞∞
প্রিয়তম রব আমার শিশুর জন্য –
এক টুকরো রুটি দাও শুন্য জঠরে তার
অগ্নি কুন্ডলী জ্বলে!
আগ্রাসনে ধ্বংস স্তুপ আমাদের গাজা নগরী!
আমরা আমাদের স্বাধীনতা চেয়েছি তাই
ওরা সন্ত্রাসী বলে!
ছিন্নভিন্ন তাঁবুতে শীতার্ত রাত,
মাথার উপর খোলা আকাশের ছাদ
ঝরে পড়া রক্ত ঘাম নাম ধাম সব কিছু ভুলে
আমার জীবন মৃত্যু সব তোমাকে দিয়েছি তুলে
তাকদিরে যা কিছু আছে করেছি নিলাম –
তোমার পবিত্র নামে এ জীবন কুরবানী দিলাম!
বান্ধবহীন পৃথিবীতে বার্তা পাঠাই আসমানে –
শুয়ে আছি খোলা প্রান্তরে বাতাসে বারুদের গন্ধ
মখমলে ঘুমায় ফেরাউন নমরুদ দৃষ্টিহীন অন্ধ
আশ্চর্য পৃথিবী শোনে নি আমাদের কোন কথা
এশিয়া ইউরোপ আমেরিকা মুখে মৃত্যুর নিরবতা!
ওদের চাই সম্রাজ্যবাদ স্বর্ন পাহাড় রাশি রাশি
দেশে দেশে রাজতন্ত্রের গোলাম আর কৃত দাস দাসী!
তেল গ্যাস পেট্রো-ডলারে আমাদের লোভ নেই
মানুষ কতটা নীচে নামতে পারে তাতেও ক্ষোভ নেই
আমি আমার সাথীদের পাহাড়ে খানা খন্দকে সমাহিত করেছি তাদের সাথেই ঘুমাতে চাই
মরুভূমির শুকনো ঘাসে।
আমার হৃদয় তোমার গোলামী বড়ো ভালোবাসে।
আমদের পাসপোর্ট কেড়ে নেয়া হয়েছে –
মাটির তলায় মুছে গেছে ঘরবাড়ি ক্ষেত খামার
চলে গেছে আমার প্রিয়তমা, স্বপ্নের সাজানো সংসার।
আর কি দিতে পারি তোমাকে শুধু নিঃশ্বাসে ইমানের আলো টুকু বাকী
পৃথিবী ভুলে যাক গাজার নাম প্রিয় ফিলিস্তিন
ইমানের উপত্যকা জুড়ে জেগে আছে
কয়েক টি জীবন্ত লাশ কাঁটাতারে বন্দী সালাদীন!
সাবাশ দুনিয়া! সাবাশ পৃথিবীর প্রিয় মুসলিম ভ্রাতা ভগ্নি
দেখো মাথার উপর উড়ে চিল শকুন জায়ানিজম অগ্নি!
শুধু আমার শিশুর জন্য একটুকরো রুটি চাই —
প্রিয়তম রব আমার শিশুর জন্য —।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি হাসান জামানের প্রকৃত নাম মুহঃ হাসানুজ্জামান। তিনি ১৯৬৭ সালের ০৯ ই জানুয়ারি বাংলাদেশের নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ নজরুল ইসলাম ও মাতা মোছাঃ ওলিমা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার। স্কুল জীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। দেশের বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে থাকেন।