উদ্বিগ্ন হই

-জি কে শাফায়াত আলী

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

মার্চের উনিশ দুই হাজার চব্বিশে,

দেখেছি ধুতরা বনে ফুটন্ত এক ফুল,

যার মুখকমল লাবণি মাখা গোল।

চাহিয়া তার পানে ঘণ্টা বাজলো কিসে?

তার চঞ্চু দুটি যেন গোলাপের পাপড়ি,

হাসিলে হার’মানে আকাশের বাঁকা চাঁদ,

সুকণ্ঠ যে তার মোর শ্রবণে পেল স্বাদ।

দক্ষিণা বায়ুর স্পর্শে ঢেউ আঁকে তার কবরী।

তাহার চাহনি ভঙ্গিমায় লুঠেছে এই প্রাণ,

অগাধ যামিনী জাগিয়া উদ্বিগ্ন হই,

আহ!জীবনের বাকি দিনমান সঙ্গী তার হই মুই।

প্রেম পিরীতি খোদার দান লোহা চুম্বক তা প্রমাণ। 

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজ মেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান।

তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারে তার লেখা কবিতা “সতর্ক বার্তা”সংগ্রামী বীর”তালের পিঠা”উপেক্ষিত প্রেম”।মাসিক বিদ্রুহী কবি সাহিত্য একাডেমিতে” গানিতিক সূত্র”কবিতা প্রকাশ পায়।

কবিতার পাতা ডট কমে :স্বামী- স্ত্রীর প্রেম, কবি কে নয় কবিতাকে প্রকাশ পেয়েছে। এছাড়া ও য়েছে তার অনেক গীতি গান তিনি গীতিকার ও কবি হিসাবে পরিচিতি লাভ করেন।

1 thought on “উদ্বিগ্ন হই -জি কে শাফায়াত আলী

  1. আলহামদুলিল্লাহ আমার লেখা”উদ্বিগ্ন হই” কবিতাটি কবিতার পাতা ডট কমে প্রকাশ করায় আমি আপ্লূত ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
    ধন্যবাদ জানাই কবিতার পাতার পাঠক-পাঠিকা,বিচারক,মডারেটর,
    এডমিন,গুণীজনদের প্রতি তার সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা।
    🕌🕌ঈদ মোবারক 🕌🕌

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*