সভ্যতার শান্তি
-খলিলুর রহমান খলিল
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
সেবা করা মানুষের কাজ
বলছে সকল ধর্ম,
মানুষ কাজে মানুষ সৃষ্টি
করতে সঠিক কর্ম।
একাধারে করছে ক্ষতি
অশালীনে বাড়ে,
সেবা নামে ছলচাতুরী
পরের ধন যে কাড়ে।
লজ্জা শরম নাইকো যাদের
স্বার্থে করে খেওয়াজ,
অন্যায় করে সিনা জুরী
আজ সমাজের রেওয়াজ।
নিজের লাভে পরের ক্ষতি
খোলামেলা নাচবে,
এই যদি হয় সমাজ প্রথা
নিরীহ কি বাঁচবে?
গায়ের জোরে হয় না কিছু
ভাবনা সব ভ্রান্তি,
গড়বে কখন সভ্য সমাজ
আসবে কখন শান্তি?
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত ঃ
খলিলুর রহমান খলিল, পিতা মোঃ আব্দুল কাদির (কৃষক), মাতা: মরহুমা ফাতেমা খাতুন,দাদা: মরহুম আব্দুল সাত্তার মুন্সি, নানা: মরহুম আব্দুল হামিদ মুন্সি।
গ্রাম ঃ সাটিহারী, উপজেলা ঃ ঈশ্বরগঞ্জ, জেলা ঃ ময়মনসিংহ।
জন্ম ঃ পহেলা এপ্রিল, ১৯৭১ইং। শিক্ষা : বি.এ.বি এড। পেশাঃ শিক্ষকতা।
১৯৯৪ইং হতে অদ্যবধি ছড়া কবিতা লেখক। বেশ কিছু ছড়া কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
পূর্ব প্রকাশিত একক কাব্যগ্রন্থ ২টিঃ ১। আলো তুমি কত দূর (২০১১),২। একুশে বাংলার গান (২০১৪)।
যৌথ কাব্যগ্রন্থ ৬টিঃ ১।সাহিত্য সংলাপ (২০০৪),২। শব্দকথা (২০১৮), ৩। স্বপ্নের সোহাগি (২০২১), ৪। হৃদয়ে বঙ্গবন্ধু (২০২১), ৫। আমার কবিতা আমার স্বপ্ন (২০২২), ৬। স্বপ্নের পদ্মা সেতু (২০২২)।
২০১৮ ইং হতে বিভিন্ন অনলাইন সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখক। এ যাবৎ আট হাজার অধিক ছড়া কবিতা অনলাইন সম্মাননা সনদ প্রাপ্ত।