মনের মত বৌ
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈
যৌবনে মৌবনে মৌচাকে মৌয়াল খোঁজে যে মৌ,
ডাকে মন খোঁজে আঁখি, বৌ হবে,মনের মত বৌ।
ছাব্বিশ বসন্ত গেছে কেটে একাকী জেগে থেকে,
মম হিয়ার মাঝে বউ কথা কও পাখি যায় ডেকে।
স্বপনে মগনে কল্পলোকে মন প্রেমির ছবি আঁকে,
আজও পথ হারিয়ে মন খুঁজে বেড়ায় স্বপ্নটাকে।
রূপ অর্থ মোহ নয়, ভালোবাসে আমৃত্যু মনটাকে,
চায় না কবির কবিতায় গল্প উপন্যাসে যে থাকে।
আলতা-মেহেদি রাঙানো, ফুলেল তনু সাজানো,
জাগানিয়া চোখ সুভাষিনী মুখ কামনা মাখানো।
কাজল কালো কেশে মায়াবিনী বেশে সদা হাস্য,
উপমার উপমা মম প্রিয়তমা প্রকৃতির চিরলাস্য।
স্বর্গের ফুলেশ্বরী যে চাঁদনীরূপে আঁধার আলয়ে,
ভাবনায় পুণ্য আমি ধন্য তোমার মত বউ পেয়ে।
তব আলোয় তব মায়ায় যায় মনে আঁধার কেটে,
তব পরশে ভুলবে প্রাণ কাঁদতে বিগত পথ হেঁটে।
এসো পরশমণি, লাজুকলতা হয়ে যদি স্বপ্না হবে,
নিঃশ্বাসে বিশ্বাসে জীবন মরণে দোসর হয়ে রবে।
জীবন আকাশের সুকতারা ধ্রুবতারা তুমি ভুবনে,
মহামায়া সাগরে পালতোলা নৌকা তুমি নবঘনে।
নন্দিনী কামিনী যামিনী রাগিনী তুমি ই অর্ধাঙ্গিনী,
চেতনায় প্রেরণায় ভাবনায় তুমি আশা সঞ্চারিনী,
ঝলকে পলকে চুম্বিত চুম্বক হতে চাও যদি মননে,
এসো হৃদ কাননে কূজনে, পুষ্পবর্ষণে বধূবরণে।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।