খোকার প্রশ্ন

-রন্তি কুন্ড

∼∼∼∼∼∼∼∼∼∼∼

মাগো বলো না,

কিভাবে পেলাম আমরা স্বাধীন বাংলাদেশ?

কিভাবে পেলাম লাল সবুজের উড়ন্ত পতাকা?

খোকা রে,

দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, আমরা লাভ করেছি স্বাধীনতা,

লাভ করেছি এই লাল সবুজের উড়ন্ত পতাকা।

জানিস খোকা,

এই যুদ্ধে নেতৃত্ব কে দিয়েছিল?

কে মা?

আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,

সে যে আমাদের বিশ্ববন্ধু।

বলোনা মা,

কেন বঙ্গবন্ধুকে কারাগারের কাল খুঁটিটিতে বন্দী করে রাখা হয়েছিল?

খোকা রে,

বঙ্গবন্ধুতে ছিল স্পষ্টভাষী ও দেশপ্রেমিক,

তাই দেশযাতে স্বাধীন না হতে পারে,

তাই বঙ্গবন্ধুকে, বারবার কারাগারের কাল কুঠুরিতে বন্দী করে রাখা হতো।

জানিস খোকা,

বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই ছিল সাহসী মানুষ।

ঠিক তোর মতো,

তাই মা,

হ্যাঁ, হ্যাঁ রে খোকা, হ্যাঁ

মা জানো,

আমিও না বঙ্গবন্ধুর মত হতে চাই।

তাই খোকা,

হ্যাঁ মা, আমিও বঙ্গবন্ধুর মতো বীরপুরুষ হবো,

হবো একজন সাহসী যোদ্ধা।

হোবি, হোবিরে খোকা তুইও একদিন বঙ্গবন্ধু মতো হোবি।

তুই যে আমার সাহসী খোকা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

রন্তি কুন্ডু ২০০৯ সালের ২৪ জানুয়ারি ফরিদপুর জেলার বঙ্গেশ্বরদী গ্রামে জন্ম। পেশায় একজন শিক্ষার্থী নবম শ্রেণীর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*