ভাঙা চাঁদ আকাশে

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞

চাঁদ হারিয়ে গেছে,হয়েছে মলিন,

নিভে গেছে তার আলো,সু’দুরে-

ভেসেছে,আলোহীন ভাঙা চাঁদ আকাশ কোণে।

অতি নির্মল,

চৈতি চাঁদ চলে গেছে কোথা ?

করুণ নি’শ্বাস খোঁজে তারে আজ,আঁধার পেরোতে।

হাঁসি মুখে ছিল খুশি ঈদের চাঁদে,

আজ আর তা নেই।

শ্রমিক,দিন ভিখারি,কৃষকের ঠোঁটে হাঁসি ফোটে না,

ফোটে না হাঁসি,বাবা বলে ডাকা ছোট্ট শিশুর ঠোঁটে।

ভাঙা চাঁদ আকাশে,

আলো আছে আলোর কাছে,কি লাভ তাতে ?

যে আলো দেয় না আঁধার দূরে।

ভাঙা চাঁদ আকাশে,

ভাঙুক সে চাঁদ,ভেঙে পড়ুক নিচে,

যে চাঁদ দেয় না আলো,আঁধারে।

ঈদ এসেছে, হাঁসি মুখ নেই,

কৃষক, শ্রমিক, দিন ভিখারীর ঠোঁটে।

ভাঙা চাঁদ আকাশে,

দায়সারা আজ চাঁদের কুল, ব্যস্ত নিজ কুলে,

ভাঙা চাঁদ বুকে লয়ে হাঁটে,দিনের পথিক দিনের ঘরে,

ভাঙা চাঁদ আকাশে।

তবুও আসবে ঈদ,ফুটবে হাঁসি,করুন নি’শ্বাস ওষ্ঠফুটে মরমরি,

ভাঙা চাঁদ আকাশে।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া,পৌরসভা, ঠাকুরগাঁও সদর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*