এখনও বসন্ত আসে

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈≈

এখনও বসন্ত আসে স্ব-হাস্যে

সকল হৃদয়ের আগল খুলে রঙ্গিলা বাঁশির সুরে ,

নির্জনতার প্রহর ভেঙে রোদেলা উৎকন্ঠায়

আবিরে রাঙানো ফাল্গুনে ভরা রক্তিম দুপুরে ।

দক্ষিণা বায় উছলিয়া যায় তটিনী তরঙ্গে

কৃষ্ণচূড়ার বনে তার তুলিয়া হিল্লোল ,

কোকিলের কুহুতানেনে কারও প্রাণ আনচান

বাউল বধূয়ার হিয়া কামরাঙা মেঘের আঁচল ।

দ্বীপজ্বলা প্রভাকর প্রথমার অভিসারে

নিরালায় রচে যায় সাতরঙা দোলের সুখ্যাতি ,

ভূবন মাতিয়া ওঠে চপলা কুঁড়ির নৃত্যের ছন্দে

যেন কোন চন্দ্রিমার সুললিত স্নিগ্ধ পরিপাটি ।

গগনে গগনে প্রেয়সী আবিরের বরিষন

ফাগুয়ার রঙধনুতে সোহাগের উষ্ণ আলিঙ্গন ,

খুশীতে বিহ্বল আদুল পরাণের নূপুর

নিভৃতে মরমে রাঙায় মরমীয়ার অভিবাদন ।

এখনো বসন্ত আসে সনির্বন্ধ সমারোহ

ধরণীর ধূলিপথে এঁকে দিতে স্বপ্নের আঁকিবুকি ,

‘খোল দার খোল’ বলে যায় পিউকাহা

চঞ্চলা মন বাজায়ে কাঁকন ঐ উতলা আমলকী ।

≈≈≈≈≈≈≈≈≈≈

পীতবাস মণ্ডল ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*