বাঙালির হোলি

-শ্রী স্বপন কুমার দাস

≈≈≈≈≈≈≈≈≈≈

বসন্ত উৎসবের শুভক্ষণে

দক্ষিণ খুলেছে দ্বার,

সৌহার্দ্যের আঙ্গিকে নানাবর্ণে

মিলেমিশে একাকার।

দক্ষিণা মলয় চঞ্চল মনে

সকল হিয়া ভিতরে,

পলাশ শিমুল অশোক বনে

খুশিমনে মাথা নাড়ে।

হালকা শীতের আমেজ মনে

ছোট্ট ছোট্ট খোকাখুকি,

সকাল সকাল দোলের দিনে

রঙে রঙে মাখামাখি।

ধনী গরীব নবীন প্রবীণ

মেহনতী সর্বজন,

রঙের খেলায় মত্ত সকল

উল্লসিত প্রাণমন।

পাড়ায় পাড়ায় দোল উৎসবে

মেতেছে বঙ্গ বাঙালি,

লাল নীল সবুজ হলুদ রঙে

খেলছে সবাই হোলি।

রসগোল্লা ভরা মিষ্টির হাঁড়ি

ঘরে ঘরে অপেক্ষাতে,

রঙখেলা শেষে ফিরলে বাড়ি

পড়বে সবার পাতে।

মহামিলন উৎসব ছন্দে

বসন্ত পূর্ণিমা তিথি,

সর্বধর্ম বর্ণ মিলে আনন্দে

এটাই বাঙালি রীতি।

======================

কবি পরিচিতি-

কবি– শ্রী স্বপন কুমার দাস , গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ, পিতামাতা-শ্রী সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী. ১৯৮০ সাল থেকে লেখালেখির সাথে যুক্ত, বিভিন্ন পত্রিকার মাধ্যমে হাজার খানেক কবিতা ছোট গল্প বত্রিশা অণুকবিতা পঞ্চবান কবিতা ও ঝাড়গ্রাম জেলার সুবর্ণরৈখিক আঞ্চলিক ভাষার কবিতা ও ছোট গল্প সাথে বিভিন্ন ছন্দের লেখা প্রকাশিত হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*