রঙমিলান্তি
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼
রঙে উদ্বেল হয়ে এলো ঋতুরাজ
প্রকৃতির প্রাঙ্গনে জাগে হিল্লোল
কিশলয় মাঝে পাখিদের জলসায়
বৃক্ষরাজিও খেলছে বুঝি দোল।
আজ ভুলে যেয়ো বিবর্ণ মলিনতা
আজ তোলা থাক অভাবী হিসেবগুলো
হৃদয়ের রঙে মিলবো সবার সনে
আবীর মাখানো বর্ণিল চালচুলো।
ওই তো পলাশ শিমুল কৃষ্ণচূড়া
অশোক ঘেঁটুও মিলেছে দোলের ঢঙে
দখিনা হাওয়া চারিদিকে রঙ উড়িয়ে
আবীর ছড়ায় প্রকৃতির সারা অঙ্গে।
যেদিকে তাকাই কেবল রঙের ডালি
শিমুল পলাশ পাপড়ি খসায় পথে
অপরূপ সাজে প্রকৃতির অঙ্গন
প্রাণের পরশে উঠেছে যেন মেতে।
একসুরে আজ গেয়ে ওঠার লগ্ন
প্রকৃতির সাথে প্রাণের আলিঙ্গনে
চৈতী রোদের পরশে আলোর রঙে
খুশি উথলায় দোলের পূণ্য ক্ষণে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।