কালো গোলাপ

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈≈

কালো গোলাপ একটা ফুল,

লাল সাদা গোলাপের মতো

অনেক প্রেম, অনেক আশা

নিয়ে ফুটেছিল বাগিচায়!

লাল সাদা গোলাপের মতো

পুরুষের প্রেম পায়নি কখনও;

খোঁপায় গুঁজেনি কোনো নারী

কখনো পায়নি স্থান দেবতার পায়!

শহরের দূর কোনো কোণে

কীট পতঙ্গের দংশন সয়ে সয়ে

বাগিচায় অবজ্ঞায় বেঁচে থাকে

সমাজ চ্যুত কালো গোলাপ!

অন্ধকারে চুপিসাড়ে কীট আসে

মধু খায়, দলিত মথিত করে

সুখ নিয়ে ফিরে চলে যায়,

রেখে যায় অবজ্ঞার ছাপ!

অসহায় কালো গোলাপটা

বুকের জ্বলন্ত আগুন লুকিয়ে

যৌবনের পশরা সাজিয়ে

বসে থাকে কীটের আশায়।

আবার নতুন কীট আসে

আবার দংশন, আবার…

কালো গোলাপ একটা ফুল…

বাঁচে থাকে সমাজের সমতা রক্ষায়!

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা ঠিকানা: গ্রাম: বাড়সূন্দ্রা পোস্ট: ঈশ্বরদহ জালপাই জেলা: পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ, ভারত. একজন ইঞ্জিনিয়ার। NTPC-তে কর্মরত ছিলাম। বর্তমানে অবসরপ্রাপ্ত গৃহবাসি। বাংলা সাহিত্যের একজন পাঠক। বিশেষত কবিতার পাঠক। মাঝে মধ্যে একটু আধটু লেখার চেষ্টা। এই লেখাটি রেড লাইট এলাকার মানুষদের জীবন যন্ত্রণা নিয়ে লেখার চেষ্টা। কালো গোলাপ রূপক শব্দ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*