এই বসন্তেই এসেছিল স্বাধীনতা
-তনুশ্রী বসু (পাত্র)
≅≅≅≅≅≅≅≅≅≅≅
এই বসন্তেই এসেছিল স্বাধীনতা,
আগুন রঙা পলাশ, বলেছিল মৃদুস্বরে,
আসবে এক সকাল, জীবনানন্দের প্রকৃতির রূপের তরে,
শিমুল বলেছিল, আমিও সঙ্গে আছি আত্মনির্ভরে,
হাসছে কৃষ্ণচূড়া, আপন মনে নিশব্দে, অগোচরে,
কত গল্প, কত রক্তক্ষরণ, প্রাণহানি, আছে গল্পগাথা,
এই বসন্তেই এসেছিল স্বাধীনতা।
এই বসন্তেই এসেছিল স্বাধীনতা,
পলাশেরা ঝরে পড়েছিল, সবুজ ঘাসের বিছানায়,
রাধাচূড়া আনন্দে আত্মহারা, মন আঙিনায়,
কোকিলের কুহু ধ্বনি, বৃক্ষশাখে শ্রবণে আনন্দ আমার,
আমি খুঁজি অক্ষর, শব্দ যোগে কাব্য রচনার,
কানে আসে বিজয়ের, জযধ্বনীর শব্দ, নিস্তব্ধ উষ্ণতা,
এই বসন্তেই এসেছিল স্বাধীনতা।
এই বসন্তেই এসেছিল স্বাধীনতা,
এক নতুন সকাল, স্বাধীনতার আলোয় বিচ্ছুরিত,
নবদিগন্তে নতুন সূর্যোদয়, প্রতীক্ষিত, চির আকাঙ্খিত,
সবুজ বনানী হেসে ওঠে, আনন্দে আত্মহারা,
গুঞ্জরিয়া আসে, অলি পুষ্পে পুষ্পে মাতোয়ারা,
অন্তরে আজ বহিছে, খুশীর ফল্গুধারা, লুপ্ত বিষণ্ণতা,
এই বসন্তেই এসেছিল স্বাধীনতা।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।