মুক্তির দূত

-সৈয়দ ইসমাঈল হোসেন ( এস.আই. জনি )

≈≈≈≈≈≈≈≈≈≈

মানবতার মুক্তির দূত

বিশ্বনবী মুহাম্মদ ,

সকলকে সে দেখিয়েছেন

সত্য ও ন্যায়ের পথ ।

মাটির ভবে নুরের নবী

এলো উম্মত ত্বরাতে ,

তেষট্টি সাল বেঁচেছিলেন

ধূলিধূসর ধরাতে ।

রেখে গেছেন অমূল্য বাণী

অত্যন্ত কল্যাণকর ,

তার সে বাণী মেনে চললে

শান্তি হবে নিরন্তর ।

আল্লাহপাকের বন্ধু তিনি

সর্ব নবীর সর্দার ,

সদা সর্বদা তার আদর্শ

মেনে চলা দরকার ।

দো-জাহানের বাদশা নবী

মানবতার কাণ্ডারী ,

রোজহাসরে শেষবিচারে

তিনি শাফায়াত কারী ।

কেউ নাই তার যোগ্য বন্ধু

আল্লাহপাক ব্যাতিত ,

পাপীতাপী উম্মতের জন্য

থাকেন নবী ব্যথিত ।

দয়ায় মায়ায় পরিপূর্ণ

বিশ্বনবীর চরিত্র ,

সর্ব সময় ছিলেন নবী

ফুলের মতো পবিত্র ।

উত্তম গুণের অধিকারী

আমাদের প্রিয় নবী ,

সমস্ত মাখলুকের মনে

ভেসে ওঠে তার ছবি ।

নবীজীর মানবতাবাদ

না – মে নে উপায় নাই ,

তার দেখানো পথে চললে

সুখে থাকবে সবাই ।

এস.আই. জনি ক্ষুদ্র জ্ঞানে

গভীর মমতাভরে ,

তার মহিমা তুলে ধরতে

সাধ্যমতো চেষ্টা করে ।

বিশ্বনবীর গোটা জীবনে

বিন্দুমাত্র নাই খুঁত ,

মানবতার আদর্শ নবী

তিনিই মুক্তির দূত ।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি :

সাহিত্যের এক অনন্য প্রতিভার নাম এস. আই.জনি। সার্টিফিকেটে এই কবির নাম সৈয়দ ইসমাইল হোসেন , সম্পূর্ণ নাম সৈয়দ ইসমাইল হোসেন জনি। সাহিত্য জগতে এস.আই. জনি হিসাবেই তিনি অধিক সুপরিচিত। ওনার জন্ম ১৯/০৪/১৯৮৩ সালে ঝালকাঠি জেলার দেউলকাঠি ডাকঘরের পশ্চিম বিন্নাপাড়া নামক গ্রামে। পিতা মরহুম সৈয়দ সুলতান হোসেন , মাতা মরহুমা মোসাম্মৎ জয়গুণ বিবি। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত। দুই হাজার সালে আলী নজরুল সম্পাদিত ময়মনসিংহ থেকে প্রকাশিত , দুইশত কবির প্রেমের কবিতা নিয়ে প্রকাশিত নীলাঞ্জনা নামক গ্রন্থে প্রথম ছাপার অক্ষরে স্বপ্নের স্মৃতি তুমি কবিতাটি প্রকাশ পায় । ঢাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের ইনভার্মেন্টাল ক্লাবের পরিবেশ ও জীব বৈচিত্র এবং পরিবেশ ও জলাভূমি নামক গ্রন্থে ওনার লেখা কবিতা অন্তর্ভুক্ত হয়েছে । তাছাড়া আমেরিকার মিশিগান স্টেট ও ভারতের পত্রিকায় ওনার একাধিক কবিতা প্রাকাশিত হয়েছে । এবং শুরু থেকে আজ অবধি বিভিন্ন পত্র পত্রিকায় ম্যাগাজিনে কবিতা প্রকাশ অব্যাহত আছে। উনি বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে অসংখ্য সম্মাননা পেয়েছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*