উপেক্ষিত
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈
টোবাই , কিসমত দুই বন্ধুবর বাসে যেত আসত,
মজা করে যাওয়া আসা করতে ভালোবাসতো।
গন্তব্যের স্থান বলতে গেলে ঘর থেকে বর্ধমান,
টিউশন পড়া ছিল তাদের কাজের মধ্যে প্রধান।
এমনি করে সময় কাটতো হোটেল ছিল বাবার,
তাই ছিল না ভাবনা তাদের জুটে যেত খাবার।
পড়াশোনার নামে চলল তাদের কিছু বছর,
পড়ার শেষে ঘটলো যেটা ঘটে সচরাচর।
নাম ছড়ালো আরো পাঁচটা বেকার ছেলের মত,
এমন জীবন নয় যে সুখের তবু সংখ্যায় কত।
ঘরে ছিল অর্থের অভাব কিংবা শিক্ষায় প্রীতি,
তাই তো শেষে শুরু টিউশন চর্চা রাতারাতি।
এই দুই বন্ধুর কর্মজীবন হাস্যকর সমাজে,
যোগ্যতাহীন প্রমাণিত তাই তারা এই কাজে।
তাদের দ্বারা অনেক ছেলে হলো উপকৃত,
তবু তারা এই সমাজে ভীষণ উপেক্ষিত।
অর্থবানদের পথ হোক বেঠিক, তারাই প্রশংসিত,
পরিশ্রমে পেট ভরালে হয় তারা লাঞ্ছিত।
আসলে ভাই হাবু, গবু সবার এক পরিচয়,
কর্ম ভালো অর্থের গুণে, কী সব বকছি? দূর ছাই!
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।