ঝরাপাতার মতো জীবন
-অভিজিৎ হালদার
∞∞∞∞∞∞∞∞∞
ঝরাপাতার মতো জীবন
রাত্রির নিকটে চেয়েছি বহুকিছু
পথ হারিয়ে গেছে ব্যর্থতায়
বাঁচার জন্য পথ খুঁজেছি
পায়নি পথের খোঁজ !
হৃদয়ের টুকরো দিয়ে মেপেছি মানুষের অভিনয়
সভ্যতার জনসম্মুখে পুড়ে গেছে পৃথিবীর মানচিত্র
দুচোখে কেঁদেছি তবুও জীবন থেকে ঝরে গেছে পাতা
পৃথিবীর পথে এখন ঘোর অন্ধকার এসেছে নেমে।
পাখিদের ডানা হারানোর মতো যন্ত্রণা
দুরন্তপনা সমান্তরাল অরণ্যের পথে হেঁটেছি বহুকাল
কোনো সুরাহা পায়নি জীবনের
জীবন থেকে একে একে ঝরে গেছে পাতা।।
∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার , শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। বই:- “প্রথম আলো”(২০২১)