আবার যুদ্ধ

সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

চাই না যুদ্ধ, আর কত প্রাণ, কত সম্পদ বিনষ্ট হবে?

জীবনযুদ্ধের মধ্যদিয়ে আবার তা গড়ে তুলতে হবে।

আবার মহাকাল বিবর্তনের ভাঙ্গাগড়া ইচ্ছের খেলা,

আবার শক্তির লড়াই বড়াই, হামলার পাল্টা হামলা।

আবার রক্তারক্তি হানাহানি, মিথ্যে আদালত চলবে,

আবার সাম্যের হুকুমজারি, শান্তি সম্মেলনে বসবে।

আবার জাতিতে জাতিতে রাষ্ট্রে রাষ্টে ধর্মে ধর্মে যুদ্ধ,

আবার গণমিছিল গণপ্রতিবাদ, অবাক জগত শুদ্ধ।

আবার যুদ্ধ, আবার ধ্বংস, আবারও রক্তাক্ত লাশ,

আবার বারুদের দুর্গন্ধ, আবার মানবতার সর্বনাশ!

মহাবিশ্বে রক্ত সাগর অশ্রু সাগর বইছে সমান্তরাল,

আর্তচিৎকার ছোটাছুটিতে সবে অক্লান্ত বেসামাল।

চায় না যুদ্ধ, তবুও দেখতে হয় করতে হয় মরণযুদ্ধ,

নাই সমঝোতার সহিষ্ণুতা, নাই সত্যের প্রতি সশ্রদ্ধ।

বলে যাই, কেউ না শোনে, শোনলেও কেউ না বুঝে,

কিছু দিন তর্ক বিতর্ক, অতঃপর নতুনের পথে যুঝে।

চাই বা না চাই, লিখে যাই বা না যাই কারো’র তরে,

ষড়রিপুর চক্রপাকে আবার যুদ্ধ বাঁধবে খেলাঘরে।

মানব জীবন চক্রের ইতিবৃত্ত রূপান্তর শাশ্বত মরণে,

বাহিত ইতিহাসের বিবর্তন ঘটছে সময়ের বিবর্তনে।

হয় শতবর্ষ নয় হাজার বর্ষে রূপান্তরিত হবে ছায়ার,

লীন হবে পঞ্চভুতে, তবে কেন বিশ্বযুদ্ধ বলতে পার?

জীবন যুদ্ধে মরণ যুদ্ধ, তবে কেন বারবার মহাযুদ্ধ?

মানুষের সাথে ঘাত প্রতিঘাতে অদ্য প্রকৃতিও ক্রদ্ধ।

কত ইতিহাস পড়লে, ইতিহাস হতে কী কী শিখলে?

এযাবত কতক ধর্মচর্চা করলে, কতটুকু কী বুঝলে?

শেখার শেষ নেই জানার শেষ নেই যদিও ধ্রুবসত্য,

পথ হতে পথান্তরে মত হতে মতান্তরে সত্যে-ই সত্য।

আজও অজ্ঞাত- মানুষের মৃত্যু জন্ম উৎস ইতিহাস,

সৃষ্টির ইতিহাস ধর্মের ইতিহাস মহাবিশ্বের ইতিহাস।

তবে কেন মিথ্যে লড়াই বড়াই, কেন সত্য অস্বীকার,

মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে কেন সত্যে মিথ্যা বংশ বিস্তার?

কবে আর জাগ্রত হবেরে বিবেকের নৈতিকতাবোধ,

সৃষ্টির আদ্যান্ত বলে আছে কী তব-মম মনুষত্ববোধ?

হোক মিথ্যে প্রমাণিত সদা সর্বত্র প্রতিজন ধৃত কথা,

কাম্য সত্য, সুন্দর, শান্তি ও কল্যাণে মানুষে সাম্যতা।

কোথা ভাই বন্ধু সাধক শাসক বৈশ্বিক গণ সাধারণ,

সৃষ্টি সেরা মানুষ হয়ে হাতে হাত রেখে বন্ধ কর রণ।

যুগেযুগে ভিন্ন রূপে বইছে বইবে তপ্ত সমীরণ ভুবন,

আবার দখলদার,আবার সংঘাত,আবার যুদ্ধকরণ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*