ভালোবাসার স্বর্গে
-কাজী সেলিনা মমতাজ শেলী
∞∞∞∞∞∞∞∞∞
ভালোবাসার স্বর্গে, করুক চাঁদের নীল জোছনা বসবাস,
সে প্রেমের ফাগুনে ফুটুক ওই দূর বনে শত লাল পলাশ।
রৌদ্রতপ্ত দুপুরে নামুক, আকাশে শাওন মেঘের ছায়া,
সে প্রেমের বাতাসে,শাখে শাখে ডেকে উঠুক পাপিয়া।
বিচিত্র এ আকাশ তারায় ভরা দেখ আঁখির পাতা খুলে,
সুধা বাণী ছুঁয়ে যায় যেন সংগোপনে আপনার মর্মমূলে।
সুখ দুঃখ দিয়ে সাজানো এই জীবনের রথ,
নিজে সাজাতে হবে জীবনের ছায়া পথ।
হতাশ তব এ মনকে বিচলিত করে দেয়,
ধৈর্যের সাথে চলতে হবে বহ্নি শিখার ন্যায়।
প্রোজ্জ্বল্য দীপ,ওই দুর্গম আঁধারে শুধু যেন মানব মুক্তি ,
মহা বেদনার মাঝেও, আঁধারে মনে জোগাতে হয় শক্তি।
ভাঙা গড়ার সংসার তবু তার মাঝে লুকিয়ে স্বর্গদান,
ফাগুনের মতো বেজে উঠুক, জীবনের সেই সে গান।
মাটির ওই মমতায় মিশে থাক, জীবনের নতুন সূর্যমুখী ,
যা কিছু পেয়েছি এই ভাবনায় মন যেন থাকে তব সুখী।
∞∞∞∞∞∞∞∞∞