প্রাঞ্জল জীবন
-চিত্রা বন্দ্যোপাধ্যায়
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
ঘরে বাইরে স্বার্থ সংঘাত
ভারত পাকিস্তানে মেলা,
ঢাক পিটিয়ে প্রচার করে
আসন্ন নির্বাচনের খেলা।
শান্তি রক্ষায় বিফল প্রশাসন
বিকল হয়েছে যন্ত্র,
স্বাধীন দেশে স্বাধীনতা নেই
ভুলেছে স্বাধীনতার মন্ত্র।
টিকে থাকার মাশুল দিতে
আওয়াজ দিওনা মুখে,
চ্যুতি বিচ্যুতি একটু ঘটলেই
রইবে তুমি দুখে।
মুখোশ পরা মেকি মানব
চেনা অচেনা হয়,
সভ্য সমাজ নিগূঢ় অন্ধকারে
কেমনে বেচে রয়।
যদি তুমি হও মহিলা
ঘরে বাইরে ভয়,
কর্ম আর সংসার ধর্মে
শুধুই কষ্ট সয়।
বাহ্য জগৎ ডাকছে আমায়
প্রেম ভালবাসার টানে,
অবচেতন মন হারাতে চাই
প্রাঞ্জল জীবন গানে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি–
চিত্রা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মী (নার্সিং স্টাফ) স্কুল জীবন থেকে বিভিন্ন পত্রিকায় লেখালেখি শুরু। তার একক কাব্যগ্রন্থ চার।