ঘরে ফেরার স্বপ্ন

-হাসান জামান

∞∞∞∞∞∞∞∞∞∞

খুব ইচ্ছে ছিলো ঈদে বাড়ি যাই

জন্মের আঁতুড় ঘরে স্বজনের পাশে

হাত পা মেলে বেঘোরে ঘুমাই!

মনে পড়ে সেই কবে কৈশোরে ছেড়েছিনু

মা বাবা ভাই বোন ঘর

স্বজনহীন সংসারে উঠেছি বেড়ে দূর শহরে

একা একা, কেউ আর রাখেনি খবর!

মা হীন পৃথিবীতে পথ হেঁটে হেঁটে মনটাও

একদিন হয়েছে পাথর!

একই বৃন্তে ফোটা গোলাপের পাঁপড়ি গুলি কখন যে দূরে সরে গেছে যে যার মতন

অবহেলায় সম্পর্কের সুতো ছিঁড়ে ঝরেছে রক্তের

তসবী দানা মায়ের মতো কেউ করেনি যতন!

স্বার্থের সংঘাত দ্বন্দ বিবাদ হয়নি কিছুই হয়নি লড়াই

আপন মানুষ ডাকেনি কাছে মিথ্যে সুখের বড়াই

ছেড়ে আপন করে বলেনি ঈদে বাড়ি চলে আয়

এক আকাশ কষ্ট বুকে চেপে ফিরেছি আপন কুলায়!

অথচ আমি বিড়ালের মত বসে থাকি

তোমাদের পায়ের তলায়

এক চিলতে ভালোবাসার আশায়!

আমার গাঁয়ে কোন বাড়ি ঘর নেই

অব্যক্ত রাখি সেই কথা খুব সহজেই

ভুলে যেতে চাই একরাশ দুঃখ অভিমান

তবু মাঝে মাঝে হৃদয় বিদ্রোহ করে উঠে

বুকের নদীতে রক্তের টান!

আপন মানুষ দূরে সরে যায় নক্ষত্র দূরে সরে যায়!

সম্পর্কের সুগন্ধি ঝরে পড়ে অনাদরে উপেক্ষায়!!

গোলাপের পাঁপড়ি ঝরে ভোরের সমুদ্রে অবেলায়

আত্মার বন্ধন ঘরে ফেরার স্বপ্ন রক্তে মিশে থাকে আশ্চর্য অলৌকিক মহিমায়!

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি ঃ

কবি হাসান জামানের আসল নাম মুহঃ হাসানুজ্জামান। পিতা মোঃ নজরুল ইসলাম ও মাতা ওলিমা বেগম। জন্ম গ্রহণ ১৯৬৭ সনের ০৯ জানুয়ারি, নওগাঁ জেলায়। রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুল থেকে এস এস সি, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও এল এল ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ব্যাংকার। বর্তমানে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন। ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। এখনো তিনি বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন ম্যাগাজিনে লেখালেখি করে থাকেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*