উপহার
-বিপ্লব শামীম
≈≈≈≈≈≈≈≈≈≈
আমি অপেক্ষাকে ভালোবাসি
প্রেমে পড়েছি প্রতীক্ষার,
আনমনে তাই চেয়ে থাকি
হয়তো দেখা হবে আবার!
আমি আকাশকে ভালোবাসি
ভালোবাসি তার আলো-আঁধার
সীমাহীন আকাশে তাকিয়ে ভাবি
কি অপরূপ সৃষ্টি মহান স্রষ্টার!
আমি পাহাড়কে ভালোবাসি
প্রেমে মজেছি তার ঝর্ণার,
চিরঋণী সব নদ-নদী, প্রাণীকুল
পাহাড়ের ঐ অবিরাম কান্নার!
আমি সমুদ্রকে ভালোবাসি
ভালোবাসি তার নীল জলাধার,
পাহাড়সম ঢেউ দেখে ভাবি
কি অসীম ক্ষমতা মহান স্রষ্টার!
আমি মরুভূমিকে ভালোবাসি
শিক্ষা পাই কঠিনে টিকে থাকবার,
মরুর বুকে উটকে দেখে ভাবি
কি নিপুণ সৃষ্টি মহান আল্লাহর!
আমি বন জঙ্গলকে ভালোবাসি
ভালোবাসি তার নির্জনতার,
যেথায় শৃঙ্খলা মেনে বসবাস করে
পশু-পাখিতে আর হিংস্র জানোয়ার!
আমি ভালোবাসি সব সৃষ্টি
অসীম ক্ষমতাধর ঐ মহান স্রষ্টার,
বৈচিত্র্যে ভরা এই নৈসর্গিক পৃথিবী
মহান আল্লাহ তায়ালার উপহার!
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে।