বদল(৩)
-বিনয় জানা
∼∼∼∼∼∼∼∼∼∼
পল পল রূপ বদলায় প্রকৃতি
হাওয়া বদলায় গতি
নদী বদলায় স্রোত ধারা
সভ্যতা বদলায় বাহার!
দিন বদলায়, মাস বদলায়,
ঋতু বদলায়, পরশ বদলায় হাওয়া
রূপ বদলায় প্রকৃতি জননী
কখনো সবুজ কখনো হলুদ!
প্রকৃতির মতো, সভ্যতার মতো
বদলাতে বদলাতে বদলাতে
বন্য থেকে সুসভ্য হয়েছে মানুষ
বদলে গেছে জীবনের ছন্দ!
বদলে গেছে মতি, বদলে গেছে গতি,
বদলে গেছে আবেগ
বদলে গেছে সম্পর্কের টান।
বদলে গেছে প্রেম পিরিতি রঙ!
বদলে গেছো তুমি, বদলে গেছি আমি
বদলে গেছি আমরা সবাই
রঙ বদলাতে বদলাতে
এখন গিরগিটি হয়ে গেছি…
∼∼∼∼∼∼∼∼∼∼
পরিচিতি:
নাম: বিনয় জানা
গ্রাম: বাড়সুন্দ্রা
পোস্ট: ঈশ্বরদহ জালপাই
জেলা: পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ, ভারত
পিন: ৭২১৬৫৪
বাংলা সাহিত্যের একজন পাঠক। বিশেষত কবিতার পাঠক। কখনো কখনো কবিতা লেখার চেষ্টা।
বর্তমানে অবসরপ্রাপ্ত গৃহবাসি।