রকম ফেরে মানুষ নাকাল

-পীতবাস মণ্ডল

∞∞∞∞∞∞∞∞∞∞∞

বদলে গিয়েছে মানুষের ধরন ধারন

বদলেছে আহামরি সব আনকোরা রুচিবোধ ,

পাল্টে গিয়েছে বিরুৎ ধ্যান ধারণা

অনিয়মের টালবাহানায় চেতনা হয়েছে নির্বোধ ।

শ্রেষ্ঠত্বের ঠুনকো জাহিরে নস্যাৎ মূল্যবোধ

পশুতে মানুষে নেই আর বিস্তর তফাৎ ,

কুরুচির কুৎসিত পরিচর্যায় কোনঠাসা বিবেক

ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে মেনে নিয়ে শত সংঘাত ।

চলনে এক আর বলনে আর এক

সত্য খুইয়ে মিথ্যাকে জড়িয়ে মানুষের এ কি অবক্ষয় !

খেলা ভাঙার খেলায় জুড়ি মেলানো ভার

ভাঙা গড়ার আদমশুমারিতে আজ মানুষ চেনা দায় !

সর্বত্র দেখি অহংবোধের একিই পন্থা

শহরতলীর রাজপথ ছাড়িয়ে সুদূর মফঃস্বল ,

আপন কর্মে ধুঁকছে সবাই পালটে নিজের পরিচয়

প্রতিদিন অনিয়মের রকম ফেরে মানুষ নাকাল ।

লোভের মোহে ঘুরছে বেকার মানুষ

না মেনে তার আদি-অন্ত ভুত-ভবিষ্যত ,

অমৃতের সন্ধানে গরল হাতড়ায় শুধুই

শেষে স্বভাব দোষে দেখি জীবন বরবাদ ।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

নাম – পীতবাস মণ্ডল , গ্ৰা+পোঃ- যোগেশ গঞ্জ । হিঙ্গল গঞ্জ থানা, উঃ ২৪ পরগনা । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*