বৈশাখের কড়া রোদ

-রানা জামান

∼∼∼∼∼∼∼∼∼∼∼

চৈত্রের পরে বৈশাখে এই

ভীষণ কড়া রোদ,

প্রখর সূর্যের দারুণ তাপে

হচ্ছে ভোঁতা বোধ।

দরদরিয়ে ঘামছে শরীর

তেষ্টায় যাচ্ছে প্রাণ,

মহান আল্লাহ দয়ার সাগর

দাও গো বৃষ্টির ত্রাণ।

পুকুর শুকনো নদী শুকনো

শুকনো খাল ও বিল,

জলের জন্য কাঁদছে চাতক

কাঁদে নিষ্ঠুর চিল।

ফসলের মাঠ শুকিয়ে কাঠ

ফসল চাচ্ছে জল,

জল শূণ্যতায় মরছে ফসল

চাষীর কমছে বল।

ঝুপঝুপিয়ে হলে বাদল

শীতল হবে দেশ,

স্বস্তি পাবে মাঠের ফসল

ভিজবে চাষীর কেশ।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতি:

১।লেখক নাম: রানা জামান

২। নিজ জেলা: কিশোরগঞ্জ

৩। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

৪। প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯

৫। সম্মাননা/পুরস্কার: ১) ২০২০ খৃস্টাব্দে ত্রৈমাসিক দিগন্ত সাহিত্য পুরস্কার- কবি হিসেবে

২) ২০২১ খৃস্টাব্দে কলকাতার যুথিকা সাহিত্য পত্রিকা কর্তৃক পরমাণু কাব্য সারথি উপাধি প্রদান করা হয়েছে।

৩) ২০২৩ খৃস্টাব্দে দৈনিক বাঙালির কণ্ঠ পুরস্কার-গল্পকার হিসেবে

৪) ২০২৩ খৃস্টাব্দে ভিন্নমাত্রা সম্মাননা-‘একাত্তরের তরুণ মুক্তিযোদ্ধা’ গল্পের বই-এর জন্য

৫) ২০২৩ খৃস্টাব্দে অফিসার্স ক্লাব ঢাকা-লেখক হিসেবে

৬) ২০২৩ খৃস্টাব্দে গাঙচিল সেরা গ্রন্থ পুরস্কার-‘অপু ও মৎস মানব’ উপন্যাসের জন্য

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*